আকাশের সব তারা ঝরে যাবে

Spread the love

আকাশের সব তারা ঝরে যাবে
আমার চোখের তারা ঝরবে না
তোমাকে দেখার সাধ মরবে না গো
তোমাকে দেখার সাধ মরবে না

একটি জনম নয়, হাজারও জনম
তোমাকে দেখি যদি সেও বড় কম
ও সেও বড় কম
একে একে সব পাওয়া হয়তোবা ফুরাবে
আমার এ মন তবু ভরবে না

মরণ যতই হোক অথৈ আঁধার
পারবে না ঢেকে দিতে এই অধিকার গো
এই অধিকার
একে একে সব আলো হয়তোবা হারাবে
চোখের পলক তবু পড়বে না

——————–
তপন চৌধুরী

আকাশের সব তারা ঝরে যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *