আইসিটি ১ম অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

Spread the love

আইসিটি ১ম অধ্যায়:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত

জ্ঞানমূলক প্রশ্ন উত্তর, HSC 2025

আইসিটি ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর : এইচএসসি শিক্ষার্থীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ভালো প্রস্তুতি নেওয়ার অন্যতম কৌশল হলো প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুশীলন করা। প্রথম অধ্যায় ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত’ থেকে সাধারণত সৃজনশীল প্রশ্নের ক-নম্বর অংশে ১ নম্বরের জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয়।

 

আইসিটি ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী?
উত্তর: যেকোনো তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও সঞ্চালনে ব্যবহৃত প্রযুক্তিই হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

২. বিশ্বগ্রাম কী?
উত্তর: বিশ্বগ্রাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর এমন একটি পরিবেশ, যেখানে দূরবর্তী স্থানে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষ তথ্য প্রযুক্তির মাধ্যমে যুক্ত থেকে একটি একক সমাজে বসবাস করার সুবিধা পায় এবং একে অপরকে সেবা প্রদান করে থাকে।

৩. বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক কে? / বিশ্বগ্রাম-এর ধারণা দেন কে?
উত্তর: বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক হলেন কানাডিয়ান দার্শনিক ও লেখক হারবার্ট মার্শাল ম্যাকলুহান।

৪. ইন্টারনেট কী?
উত্তর: ইন্টারনেট হলো সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি, যা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি বা ইন্টারনেট প্রোটোকল নামক ব্যবস্থার মাধ্যমে ডেটা আদান-প্রদান করা যায়।

৫. ই-মেইল কী?
উত্তর: ই-মেইলের পূর্ণ অর্থ হলো ইলেকট্রনিক মেইল। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল ডিভাইস (কম্পিউটার, মোবাইল প্রভৃতি) এর মধ্যে নির্ভরযোগ্যভাবে ডিজিটাল তথ্য আদান-প্রদান ব্যবস্থাকে ই-মেইল বলে।

৬. টেলিকনফারেন্সিং কী?
উত্তর: টেলিফোন সংযোগ ব্যবহার করে কম্পিউটার, অডিও-মডেম-ভিডিও যন্ত্রের সাহায্যে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে কোনো সভায় অংশগ্রহণ করার পদ্ধতিকে টেলিকনফারেন্সিং বলা হয়।

৭. ভিডিও কনফারেন্সিং কী?
উত্তর: ভিডিও কনফারেন্সিং হলো যে কোনো ভৌগোলিক দূরত্ব হতে একাধিক ব্যক্তিবর্গের মধ্যে টেলিকমিউনিকেশন প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে সংগঠিত যোগাযোগ ব্যবস্থা, যেখানে অংশগ্রহণকারীগণ কথা বলার পাশাপাশি ভিডিওতে পরস্পরকে দেখতে পান।

৮. ভিওআইপি (VOIP) কী?
উত্তর: ভিওআইপি (VOIP) এর পূর্ণরূপ হলো- Voice Over Intermet Protocol. এটি ইন্টারনেটের মাধ্যমে কথা বলার একধরনের মাধ্যম।

১০. Zoom কী?
উত্তর: জুম হলো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অনলাইন ভিডিও মিটিং-এর একটি প্ল্যাটফর্ম। মার্কিন যুক্তরাষ্ট্রের জুম ভিডিও কমিউনিকেশন্স ইঙ্ক. প্রতিষ্ঠান কর্তৃক তৈরিকৃত এ কমিউনিকেশন সফটওয়্যারটি ক্লাউডভিত্তিক পিয়ার-টু-পিয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে ভিডিও টেলিফোনি ও অনলাইন চ্যাট সার্ভিস প্রদান করে।

১১. Google Meet কী?
উত্তর: Google Meet হলো জিমেইল একাউন্টধারীদের জন্য বিখ্যাত গুগল কর্তৃক একটি ফ্রি ভিডিও কনফারেন্সিং সেবা। এর মাধ্যমে ১০০ জন অংশগ্রহণকারী নিয়ে মিটিং পরিচালনা বা অনলাইন ক্লাস করানো যায়। এতে জুমের মতো সময়ের কোনো সীমাবদ্ধতা নেই।

১২. Facebook Messenger কী?
উত্তর: ফেসবুক মেসেঞ্জার (সাধারণভাবে মেসেঞ্জার নামে পরিচিত) হলো একটি জনপ্রিয় মেসেঞ্জার ও প্ল্যাটফর্ম, যা বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিওআইপি সফটওয়‍্যার, যার মাধ্যমে ইউজারগণ বিশ্বব্যাপী ফ্রি মেসেজিং, অডিও-ভিডিও কলিং ও চ্যাটিং প্রভৃতি করতে সক্ষম হয়।

৯. আউটসোর্সিং কী?
উত্তর: আউটসোর্সিং হলো কোনো প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়া। অনলাইন মার্কেটপ্লেসের হাজার হাজার কাজ থেকে নিজের যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট কোনো কাজ খুঁজে নেয়া এবং সেটি সম্পাদন করার পর বায়ারের কাছ থেকে তার পেমেন্ট গ্রহণ করার মাধ্যমে যে উন্মুক্ত পেশা বা ফ্রিল্যান্সিং কাজের সৃষ্টি হয়েছে, সেটিকে আউটসোর্সিং বলে।

১৩. ফ্রিল্যান্সিং কী?
উত্তর: নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। ফ্রিল্যান্সিং যারা করেন তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার (Freelancer) ।

১৪. উবার ও পাঠাও কী?
উত্তর: উবার: উবার (Uber) হলো মোবাইল স্মার্টফোনের অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক। পাঠাও: পাঠাও বাংলাদেশি পরিবহণ ও রাইড শেয়ারিং সেবাদানকারী একটি কোম্পানি। এটি রাইড শেয়ারিং সেবার পাশাপাশি ই-কমার্স, কুরিয়ার, খাদ্য সরবরাহ ও সেবা দিয়ে যাচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

১৫. ই-লানিং কী?
উত্তর: প্রচলিত শ্রেণিকক্ষে উপস্থিত না থেকেও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ইলেকট্রনিক প্রযুক্তি তথা কম্পিউটার বা মোবাইল, ইন্টারনেট ও ই-মেইল, ভিডিও কনফারেন্সিং, ইনস্ট্যান্ট মেসেজিং প্রভৃতি অনলাইন ভিত্তিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পদ্ধতিকে ই-লার্নিং বলে।

১৬. ই-বুক কী?
উত্তর: ই-বুক হলো প্রিন্টকৃত বইয়ের ইলেকট্রনিক বা ডিজিটাল ভার্সন। এটি কম্পিউটার বা বিশেষভাবে ডিজাইনকৃত কোনো বহনযোগ্য ডিভাইসে পাঠ করা যায়।

১৭. টেলিমেডিসিন কী?
উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী স্থানের রোগীদেরকে চাক্ষুষ না দেখেও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়াকে টেলিমেডিসিন বলে।

১৮. ইলেকট্রনিক হেলথ কার্ড (EHR) কী?
উত্তর: কোনো জনগোষ্ঠীর স্বাস্থ্য বিষয়ক তথ্যগুলো সুনির্দিষ্ট উপায়ে সংগ্রহ করে তা ডিজিটাল উপায়ে সংরক্ষণ করার প্রক্রিয়াকে ইলেকট্রনিক হেলথ কার্ড (EHR) বলা হয়।

১৯. অফিস অটোমেশন কী?
উত্তর: অফিস অটোমেশন হলো এমন এক প্রযুক্তিনির্ভর কার্যক্রম, যার মাধ্যমে কম্পিউটার, নেটওয়ার্কিংসহ অন্যান্য তথ্য প্রযুক্তি ডিভাইস ও সিস্টেম দ্বারা অফিসের সকল পেপার ওয়ার্ক ও যোগাযোগের কাজ পরিচালনা করা যায়।

২০. পেপারবিহীন ডিজিটালাইজড অফিস কী?
উত্তর: অফিসিয়াল সকল কাজে তথ্য প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে কাগজের ব্যবহার পরিহার করে চলে এমন অফিসকে পেপারবিহীন ডিজিটালাইজড অফিস বলা হয়।

২১. স্মার্টহোম কী?
উত্তর: স্মার্টহোম হলো এমন একটি বাসস্থান, যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং, কুলিং, লাইটিং, সিকিউরিটি কন্ট্রোল প্রভৃতি সিস্টেম নিয়ন্ত্রণ করা যায়।

২২. আইওটি (IOT) কী?
উত্তর: বিভিন্ন জিনিসপত্রের সাথে ইন্টারনেটের সংযোগকে ইন্টারনেট অব থিংস সংক্ষেপে আইওটি বলা হয়।

২৩. ই-কমার্স কী?
উত্তর: ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়ের কাজটিকেই ই-কমার্স বলে।

২৪. এটিএম (ATM) কী?
উত্তর: ATM এর পূর্ণরূপ হচ্ছে Automatted Teller Machine. এটিএম বুথ থেকে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যবহারকারী তার হিসেবে থেকে ২৪ ঘণ্টা টাকা উত্তোলন বা জমা দিতে পারেন।

২৫. অনলাইন ব্যাংকিং কী?
উত্তর: ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকের কার্যক্রম পরিচালনাকে অনলাইন ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং বলে। একে ই-ব্যাংকিং বা ভার্চুয়াল ব্যাংকিংও বলা হয়।

https://www.munshiacademy.com/আইসিটি-১ম-অধ্যায়-তথ্য-ও-য/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *