আইছে দামান সাহেব হইয়া

Spread the love

আইছে দামান সাহেব হইয়া

আইছে দামান সাহেব হইয়া

বইছে মুখে রুমাল দিয়া

ঘোমটা খোলার আগে তোমায়

করি গো সাবধান

চান্দের আলো দেইখা তুমি

হইয়ো না অজ্ঞান ।।

 

দামান মিয়া রাজার বেটা

চোনো আনছে আঠা আঠা

আলতার মধ্যে গঙ্গার পানি

পায়ে লাগে না

এতো সস্তায় আসমানীরে

পাওয়া যাবে না ।।

 

দামান মিয়া কিপ্টার বেটা

শাড়ি আনছে বহর খাটা

গয়না দিছে সদর ঘাটের

নকল সোনা

মনে করছে গরীব মানুষ

কিনতে পারবে না ।।

 

বেলি সাইকেল চাইছে মিয়া

দশ গ্যারামের ধনী হইয়া

তার বদলে দিতে আইছে

পিতলের বাটি

এমন দামানদের মুখে

দিলাম চুলকানি ।।

 

*

 

গান – আইছে দামান সাহেব হইয়া

লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

কণ্ঠশিল্পী: নীনা হামিদ ও সহ শিল্পীবৃন্দ

সুরকার: আলাউদ্দীন আলী

ছায়াছবি: গোলাপী এখন ট্রেনে

আইছে দামান সাহেব হইয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *