🌸 অপরিচিতা — রবীন্দ্রনাথ ঠাকুর
সৃজনশীল প্রশ্নাবলি ও উত্তর
✳️ সৃজনশীল প্রশ্ন–১
উদ্দীপক:
মা মরা ছোট মেয়ে লাবনি আজ শ্বশুর বাড়ি যাবে। সুখে থাকবে এই আশায় দরিদ্র কৃষক লতিফ মিয়া আবাদের সামান্য জমিটুকু বন্ধক রেখে পণের টাকা যোগাড় করলেন। কিন্তু তাতেও কিছু টাকার ঘাটতি রয়ে গেল। এদিকে বর পারভেজের বাবা হারুন মিয়ার এক কথা— সম্পূর্ণ টাকা না পেলে তিনি ছেলেকে নিয়ে চলে যাবেন। বিষয়টি পারভেজের কানে গেলে সে বাপকে সাফ জানিয়ে দেয়, সে দরদাম বা কেনাবেচার পণ্য নয়। সে একজন মানুষকে জীবনসঙ্গী করতে এসেছে, অপমান করতে নয়। ফিরতে হলে লাবনিকে সঙ্গে নিয়েই বাড়ি ফিরবে।
প্রশ্ন:
ক. শম্ভুনাথ স্যাকরার হাতে কী পরখ করতে দিয়েছিলেন?
খ. ‘বাংলাদেশের মধ্যে আমিই একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহ আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে’—বাক্যটির অর্থ কী?
গ. অনুপম ও পারভেজের চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য বিশ্লেষণ করো।
ঘ. “অনুপমের মামা ও হারুন মিয়ার মতো মানুষের কারণে আজও কল্যাণী ও লাবনিরা অপমানের শিকার হয়”—মন্তব্যটির যথার্থতা বিচার করো।
✳️ সৃজনশীল প্রশ্ন–২
উদ্দীপক:
জুয়েল আহমেদ বড় চাকরি করেন। মধ্যবিত্ত বাবার একমাত্র মেয়ে ফাতেমার সাথে তার বিয়ের দিন ধার্য হলো। পাত্র পক্ষ ৫০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার যৌতুক হিসেবে চাইল। এমন পাত্র হাতছাড়া করা ঠিক হবে না ভেবে অসহায় পিতা রাজি হলেন।
প্রশ্ন:
ক. অনুপম হাতজোড় করার পর কার হৃদয় গলেছিল?
খ. ‘অপরিচিতা’ গল্পে কল্যাণী আর বিয়ে করবে না কেন?
গ. উদ্দীপকটি ‘অপরিচিতা’ গল্পের বিষয়বস্তুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ—ব্যাখ্যা করো।
ঘ. ‘অপরিচিতা’ গল্পের ভাব ও উদ্দীপকের ভাব একই সূত্রে গাঁথা—এ বক্তব্যের যৌক্তিকতা আলোচনা করো।
✳️ সৃজনশীল প্রশ্ন–৩
উদ্দীপক:
“দেখিলাম, এই সতের বছরের মেয়েটির উপরে যৌবনের সমস্ত আলো আসিয়া পড়িয়াছে, কিন্তু এখনও শৈশবের কোল হইতে সে জাগিয়া উঠে নাই।”
প্রশ্ন:
ক. কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হয়েছিল?
খ. স্যাকরাকে বিয়ে বাড়িতে কেন আনা হয়েছিল?
গ. উদ্দীপকের বয়সের উল্লেখ ‘অপরিচিতা’ গল্পের কল্যাণীর ক্ষেত্রে কতটা প্রযোজ্য?
ঘ. ‘এখনও কৈশোরের কোল হইতে সে জাগিয়া উঠে নাই’—উক্তির আলোকে কল্যাণীর মানসিক বিকাশ বিশ্লেষণ করো।
✳️ সৃজনশীল প্রশ্ন–৪
উদ্দীপক:
তুচ্ছ কারণে বিয়ে ভেঙে যাওয়ায় রেহানা আক্তার আর বিয়ের পিঁড়িতে বসেনি। এখন তিনি সমাজসেবামূলক একটি সংস্থায় দৃষ্টি প্রতিবন্ধীদের লেখাপড়া শেখানোর কাজ করেন।
প্রশ্ন:
ক. অনুপম হাতজোড় করে মাথা হেঁট করার পর কার হৃদয় গলেছিল?
খ. কল্যাণী বিয়ে না করার পণ করেছিল কেন?
গ. রেহানা আক্তারের সমাজসেবামূলক কাজ ‘অপরিচিতা’ গল্পের কোন দিককে ইঙ্গিত করে?
ঘ. “রেহানা আক্তারের মানসিক দৃঢ়তা অপরিচিতা গল্পের কল্যাণীর ছায়ারূপ”—উক্তির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
✳️ সৃজনশীল প্রশ্ন–৫
উদ্দীপক:
বিয়ে বাড়িতে যেন মহোৎসব শুরু হয়েছে। চারিদিকে মহাধুমধাম চলছে। কিন্তু হঠাৎ করেই সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে বাবা-মা অঝোর নয়নে কাঁদতে লাগলেন।
প্রশ্ন:
ক. মামার জীবনের একমাত্র লক্ষ্য কী ছিল?
খ. মামা বাড়ির স্যাকরাকে বিয়ে বাড়িতে কেন এনেছিল?
গ. উদ্দীপকের সঙ্গে ‘অপরিচিতা’ গল্পের মিল নির্দেশ করো।
ঘ. “উদ্দীপকটি অপরিচিতা গল্পের খণ্ডাংশমাত্র”—বক্তব্যটির সত্যতা বিচার করো।

Leave a Reply