তুমি – সৈয়দ শামসুল হক

Spread the love
Syed_Shamsul_Haque
Syed_Shamsul_Haque

 

তুমি – সৈয়দ শামসুল হক

যখন তুমি আধেক মুখ তোলা
ছড়ায় যেন চন্দ্রালোকের তাপ,
কিন্তু যখন আঁধার কেরা মুখ
মুহুর্মুহ গিরি, অগ্নিগিরি,
ছড়ায় লাভা, ধুম্রজালে মরি।
আমার তুমি শত্রু হলে সখী?

ঘুমেও কিছু স্বস্তি মেলেনাকো,
মিলনে নয়, বিরহে নয়, আর
স্মৃতিও নয় মরণও নয় যেন,
কিছুই যেন যথেষ্ট নয় আর-
হৃদয় জুড়ে কিসের হাহাকার ?
এমন করে বাঁধলে তুমি সখী ?

আমায় তুমি কঠিন জাগরণে
রেখেছ, যেন তীব্র তলোয়ার
বেরিয়ে পড়ে থমকে আছে খাড়া
কেবল এক রক্ত ঈষদুষ্ণ
ছিনিয়ে নিতে পারবে বুঝি ধার।
এমন তুমি শত্রু আমার সখী ?

না হয় তুমি শত্রু হলে সখী ?
তোমার মুখ বিষুবে খাড়া সূর্য
পোড়ায় ঘর, শস্য, শুকোয় জল
পড়েছি আমি কঠিন ভাগ্যলেখা
তৃষ্ণা তুমি তৃষ্ণা নিবারণী ॥

 

https://www.munshiacademy.com/তুমি-সৈয়দ-শামসুল-হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *