এক হৃদয়হীনার কাছে
( আধুনিক বাংলা গান)
কথা: আব্দুল হাই আল-হাদী
সুর: আলাউদ্দিন আলী
কণ্ঠ: রফিকুল আলম
এক হৃদয়হীনার কাছে
হৃদয়ের দাম কী আছে?
সে তো আছে নিজেকে নিয়ে,
আমি শুধু আপন দোষে—
পেলাম শুধু অথৈ যন্ত্রণা।
সে তো যাবে চলে,
সবই যাবে ভুলে—
নিঠুর সে সজনী।
আমি যাব কেঁদে,
তারেই সেধে সেধে—
জেগে শুধু রজনী,
নীরবে, নীরবে…
হৃদয় দেয়া ছলে,
হৃদয় গেছে দলে।
আমি তো মরেছি—
পাথর ভালোবেসে।
চোখে অবশেষে,
নদীকে ধরেছি,
মরেছি মরমে…
এই গানটি এক গভীর বেদনাভরা ভালোবাসার কথা বলে— যেখানে প্রেমিক তার নিঃস্ব হৃদয়ের আর্তি নিয়ে দাঁড়িয়ে থাকেন, অথচ যার উদ্দেশে হৃদয় নিবেদন, সে বড়ই নিঠুর। হৃদয়হীন সে ভালোবাসা শুধু যন্ত্রণা দেয়, রেখে যায় চোখের জলে ভেজা রাতের নীরব সাক্ষ্য।
আলাউদ্দিন আলীর সুরে আর রফিকুল আলমের মরমি কণ্ঠে গানটি পেয়েছে এক অনন্য আবেগঘন উচ্চতা—
শ্রোতার হৃদয়ে কেবল নয়, আত্মার গভীরেও বাজে এর সুর।
/https://www.munshiacademy.com/এক-হৃদয়হীনার-কাছে