🌥️ একদিন পাখি উড়ে যাবে যে আকাশে
🎤 শিল্পী: কিশোর কুমার
🎼 সুর: রাহুল দেব বর্মন
একদিন পাখি উড়ে যাবে যে আকাশে,
ফিরবে না কখনো কারো আকাশে।
বুকে যেন বেদনার ঐ মেঘ জমে না,
মন ভেঙে দিতে যেন আর ঝড় আসে না।
তারে ভেবে কারো চোখে যেন
জল না আসে, কারো আকাশে।
উদাসীর বাঁশী আর কেনো
কেউ তো শোনে না—
কোনদিন কেউ তার কেন
মন তো বোঝে না।
ঢের ছেড়ে কোনদিন যেন শেষে (?)
পথে না বসে…
https://www.munshiacademy.com/একদিন-পাখি-উড়ে-যাবে-যে-আক/