এই বিজয়ে আমি দেখি

এই বিজয়ে আমি দেখি

✍️ তান্নি আক্তার চৌধুরী

 

 

৭১-এর বিজয় আমি দেখিনি,
তবু শুনেছি।
ওরে, ও ২৪-এর বিজয়ে
আমি দেখেছি।

এই বিজয়ে আমি দেখেছি
রক্তাক্ত জুলাইয়ে প্রতিচ্ছবি,
এই বিজয়ে আমি দেখেছি
উঠেছে ঊষার দুয়ারে লাল রবি।

এই বিজয়ে আমি দেখি
ছোট্ট শিশু আহাদের হাসি—
ভুলিনি তোমাদের হাসিটুকু,
অনেক ভালোবাসি।

এই বিজয়ে আমি দেখি
আবু সাইদের বিদেহী আত্মা,
দেখি আমি মুগ্ধ ভাইয়ের
স্মৃতিবিজড়িত কত কথা।

এই বিজয়ে আমি দেখি
শহীদদের লাল-সবুজ পতাকায়,
উদ্দাম বাতাসে জ্যোৎস্নার
আলোয় দোল খায়।

এই বিজয়ে হেরেছে রিয়া,
ঘাতকের কুকর্মে—
জীবন দিয়ে বিজয় এনেছে,
সে এখন কালোঘুমে।

এই বিজয়ে আমি দেখি
সন্তান-হারা, জ্বালাময়ী মায়েদের,
আর্তনাদ-আহাজারি আর
স্বপ্ন-হারা বাবাদের।

এই বিজয়ে আমি দেখি
ছোট্ট শিশুর রক্তের মুক্তধারা,
দেখি, আমি সাক্ষী—
আছে গ্রহ, নক্ষত্র, তারা।

এই বিজয়ে আমি দেখি
তাহমিদের রক্তাক্ত শার্ট—
আজকের বিজয়
আমাদের মনে হয়ে থাকবে আর্ট।

 

 

এই বিজয়ে আমি দেখি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *