ঈশপের গল্প -ঘোড়া ও তার চালক 

Spread the love

গল্পের নাম -ঘোড়া ও তার চালক

ধরন: ঈশপের

 

isoper golpo, ঈশপের গল্প
isoper golpo, ঈশপের গল্প

এক ঘোড়সওয়ার সেপাই তার ঘোড়াটার খুব যত্ন নিত। যুদ্ধের পুরো সময়টা জুড়ে সে ঘোড়াটাকে তার সহযোদ্ধার মর্যাদা দিত, অনেক যত্ন করে তাকে খড় ভুট্টা খেতে দিত। কিন্তু যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর ঘোড়াটার জন্য সে ভূষি ছাড়া আর সব খাবার বন্ধ করে দিল। আর, তাকে জুতে দিল ভারী ভারী কাঠের বোঝা টানার কাজে। খাটাতে লাগল তাকে ক্রীতদাসের মতো।

একদিন কিন্তু আবার যুদ্ধ শুরু হল। সেই সেপাই তখন তার ঘোড়ার পিঠে যুদ্ধের সাজসজ্জা চাপিয়ে তার উপর চড়ে বসল। গায়ে তার বিশাল ভারী কোট, যুদ্ধের চিঠিপত্রের। সমস্ত কিছুর ওজনের চাপে ঘোড়াটা সটান মাটিতে পড়ে গেল। এত ভার তার আর নেয়ার ক্ষমতা নেই। ঘোড়াটা এবার তার মালিককে বলল, “আপনি ত আমাকে আর ঘোড়া রাখেননি, গাধায় নামিয়ে এনেছেন।

যান, এবারে আপনি পায়ে হেঁটেই যুদ্ধে যান।” প্রাচীন বচনঃ যারা একবার দরকার ফুরিয়ে গেলেই বন্ধুদের আর সম্মান দেয়না, পরে দরকারের সময় বন্ধুদের কাছ থেকে তারা আর কোন সাহায্য পায় না। আমি বলিঃ ক্ষমতাবানের কাছ থেকে কারো আদর ততদিন-ই জোটে যতদিন সে লোকের থেকে ক্ষমতাবানের কোন লাভ হয়।

 

 

https://www.munshiacademy.com/ঈশপের-গল্প-ঘোড়া-ও-তার-চাল/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *